Monday, February 18, 2019

৬ দফা দাবিতে ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও


৬ দফা দাবিতে ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও

 ১৩:৫৪, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯
 অনলাইন ডেস্ক:
         
উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, ভোটকেন্দ্র হলের বাইরে নিয়ে আসাসহ ৬ দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে বাম সংগঠনগুলো।

আজ সোমবার সকালে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। বাম সংগঠনগুলোর দু’টি মোর্চা, প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্য এ কর্মসূচি পালন করছে।
তাদের এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলসহ পাহাড়ি সংগঠনগুলো। আগামী ১১ মার্চ বহুল প্রতিক্ষীত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রস্তুতি নিতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন। এদিকে, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছে ছাত্রদল।

No comments:

Post a Comment

Powered by Blogger.