এ যেন মৃত্যুপুরী!
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২১অনলাইন ডেস্ক:
চকবাজারের চুড়িহাট্টার মসজিদ গলিতে পাশাপাশি দুটি খাবার হোটেল। হোটেলের পাশে ওষুধের দোকান। এর সামনে রাসায়নিক দ্রব্যের গোডাউন। দোকানের সংখ্যা আনুমানিক ২৫টি। এর পাশে ডেকোরেটরের দোকান। বুধবার, রাত ১০টা ৩০ মিনিট। হঠাৎ বিকট আওয়াজ, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাঁচটি ভবনে। এরপর আগুনে পুড়ে অঙ্গার রাস্তায় থাকা মোটরসাইকেল, পিকআপ, রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি। রাত ৩টার পর ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার শুরু। লাশ মেলে রাস্তায়, দোকানে দোকানে। ধ্বংসস্তূপের সব জায়গায় বডি স্প্রের কৌটা আর রাসায়নিক উপাদান।
রাত তখন সাড়ে ৩টা। আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা। |
সকাল ৬টার দিকেও আগুনের লেলিহান দেখা যায়। |
আগুনে পুড়ে গেছে ঠেলাগাড়িপুড়েছে প্রাইভেট কাররাত ৩টার পর লাশ উদ্ধার শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। |
ধ্বংসস্তূপ থেকে লাশ নিয়ে যাওয়া শুরু হয় তখন থেকেই। |
পুড়ে যাওয়া রিকশা |
রাসায়নিক দোকানের সামনে পিকআপ পুড়ে গেছে। |
পুড়ে যাওয়া ঠেলাগাড়ির নিচে পড়ে আছে রাসায়নিক সদৃশ উপাদান |
রিকশার পাশে পুড়ে যাওয়া স্যান্ডেল। |
ধ্বংসস্তূপে বডি স্প্রের কৌটা পড়ে থাকতে দেখা যায়। |
এই ডেকোরেটর অফিস থেকে সকালে কয়েকজনের লাশ উদ্ধার করা হয়। |
ওয়াহেদ ভবনে রাসায়নিক দোকানে পুড়ে গেছে রাসায়নিক সদৃশ উপাদান। |
No comments:
Post a Comment