Main Slider

3/World Bangla News/slider-tag

Saturday, January 7, 2023

I will promote and advertise your podcast with organic listeners

Hello Guys, Welcome to my blog. I'm experience on Podcast over 7 years’ experience. Are you podcast owner? you recognize that, as a podcast owner you've got to grasp the most effective thanks to come through it an exceedingly in a very higher manner. you furthermore may understand that if you get a lot of and more subscriptions your podcast are going to be top ranking out of the highest podcasts. I'm here to push your podcast in an applicable way because it has simpler on the listeners and subscribers base growth.

Click Here

As we all know that, newer audience are continuously become enthusiastic about top ranking podcast. I am here to assist your podcast to introduce with a lot of targeted audience. Our show is syndicated on net stations, to a weekly audience of quite 5000 listeners. we have a tendency to are have listed in iTunes for over three years.


Are you trying to find podcast promotion for any category?

I'm here to figure for your order to active and permanent USA, Australia, UK or the other countries audience and iTunes chart to be more popular. By doing subscription, they'll get notification for your any new unleash episode automatically.


You needs to be hierarchal to high #1-20, and I will make sure that your podcast will have glorious performance as you've got before.

What you'll get from me???

100% active Listeners.

100 %  permanent Audience

High Rankings in USA, UK or Australian chart.

24 hours client support

Manual work, no fake or bots works

Increase rating, review and subscriber

Buy Now

For a lot of clarification, please be happy to ask. you're most welcome. I appreciate you always. 

Thursday, February 21, 2019

বঙ্গোপসাগর থেকে এসেছে সাড়ে ৬ লাখ মেট্রিক টন মাছ

বঙ্গোপসাগর থেকে এসেছে সাড়ে ৬ লাখ মেট্রিক টন মাছ

২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫০
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
          


বঙ্গোপসাগর থেকে গত অর্থবছরে সাড়ে ছয় লাখ মেট্রিক টন মাছ ধরা হয়েছে। এটি দেশের মোট মৎস্য সম্পদের ১৬ ভাগ। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আশরাফ আলী খান খসরু আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
‘বাংলাদেশ ব্লু ইকোনমি ডায়ালগ অন ফিশারিজ অ্যান্ড লাইভ স্টক’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালায় এ কথা বলেন মন্ত্রী। রাজধানীর একটি হোটেলে আজ এই কর্মশালা শুরু হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে এ আয়োজন করে।

আশরাফ আলী খান খসরু বলেন, ‘বঙ্গোপসাগরে ৪৭৫ প্রজাতির মাছসহ ৩৬ প্রজাতির চিংড়ি এবং বিভিন্ন প্রকার অর্থনৈতিক ও জৈব গুরুত্বপূর্ণ সম্পদ আছে। ২০১৭-১৮ সালে দেশে উৎপাদিত মোট ৪৩ লাখ ৩৪ হাজার মাছের মধ্যে সাড়ে ৬ লাখ মেট্রিকটনই এসেছে সমুদ্র থেকে।’

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ভারত ও মিয়ানমারের এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার এলাকা বাংলাদেশের সমুদ্রসীমায় যুক্ত হয়েছে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে উত্তরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সামুদ্রিক সম্পদের গুরুত্ব ও অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলের ৫ লক্ষাধিক জেলে প্রায় ৭০ হাজার যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযানের সহায়তায় জীবিকা নির্বাহ করছেন। সেই সঙ্গে মৎস্য উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখছেন।

মন্ত্রী জানান, আরভি মীন সন্ধানী নামের সমুদ্র গবেষণা ও জরিপ-জাহাজের মাধ্যমে সমুদ্রের চিংড়িসহ তলদেশীয় ও উপরস্থ মাছের জরিপের কাজও চলছে।

কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন, এফএওর প্রতিনিধি জ্যাকুলিন এলদার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মণ্ডলের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, এফএওর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডলাস সিম্পসন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়াল অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকিন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ব্লু-ইকোনমি) তৌফিকুল আরিফ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক।

যে ৫ কারণে বিতর্কিত এবারের অস্কার

যে ৫ কারণে বিতর্কিত এবারের অস্কার

২০ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৫
বিনোদন ডেস্ক:
  


কেভিন হার্টশুরু হয়ে গেছে উল্টো দিকে দিন গোনা। ২৪ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি ভোরে) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯১ তম একাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত আসর। হলিউড ছবির জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই রাত নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কমতি নেই। তাই অস্কার উত্তেজনাকে বাড়িয়ে দিতে আমাদের এই ধারাবাহিক আয়োজনে আজ থাকছে এবারের আয়োজন নিয়ে ছড়িয়ে পড়া কয়েকটি বিতর্কের কথা।

‘এ বছর কে জিতছে অস্কার? এই প্রশ্ন এবার তেমন শোনা যাচ্ছে না। তার চেয়ে বেশি যে প্রশ্নটি শোনা যাচ্ছে, সেটি হলো, এসব কী হচ্ছে অস্কারে?’ ঠাট্টা করে সম্প্রতি এ কথা বলেছেন ভ্যারাইটি সাময়িকীর সম্পাদক টিম গ্রে। তবে ঠাট্টার ছলে বললেও এ বছরের অস্কার কিন্তু সত্যিই বিতর্কের দিক থেকে অন্যান্য বছরকে ছাড়িয়ে গেছে। পদে পদে নতুন কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়ছেন একাডেমি অ্যাওয়ার্ড আয়োজকেরা।

সেরা জনপ্রিয় চলচ্চিত্র বিভাগ

বিতর্কের শুরুটা হয় গত আগস্ট মাস থেকে। সেই সময় ঘোষণা দেওয়া হয়, অস্কারে আসতে যাচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এর মধ্যে একটি হলো, পুরস্কার তালিকায় যুক্ত হবে ‘সেরা জনপ্রিয় চলচ্চিত্র’ নামের একটি বিভাগ। এই সিদ্ধান্ত একাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ নিয়েছিল অস্কারের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা আরও বাড়াতে। কিন্তু এতে হিতে বিপরীত হয়। চলচ্চিত্রবোদ্ধা, সমালোচক, শিল্পী থেকে শুরু করে চলচ্চিত্রপ্রেমীরা পর্যন্ত নতুন এই বিভাগের সমালোচনা করতে শুরু করেন। প্রশ্ন ওঠে, শুধু বাণিজ্যিকভাবে এগিয়ে থাকার মানেই কি ‘জনপ্রিয় চলচ্চিত্র’? আর বিকল্পধারায় নির্মিত ছবিগুলো ‘অজনপ্রিয়’? বিতর্কের পরিমাণ বাড়তে থাকলে অস্কার আয়োজক একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাদের নতুন সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়।

কেভিন হার্টের স্বপ্ন পূরণ হলো না

অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করবেন—অনেক বছর ধরে কৌতুকাভিনেতা কেভিন হার্ট এই স্বপ্ন মনে পুষছিলেন। গত বছর সেই স্বপ্ন পূরণের হাতছানিও পান। ৯১ তম একাডেমি অ্যাওয়ার্ড আসরের সঞ্চালক হিসেবে ঘোষণা করা হয় তাঁর নাম। কিন্তু স্বপ্ন পূরণের খুব কাছে গিয়েও ভেঙে যায়। ২০১০ সালে করা সমকামী বিষয়ে বিদ্রূপাত্মক টুইটের জের ধরে অনেকের রোষের শিকার হন কেভিন হার্ট। একাডেমি অ্যাওয়ার্ড আয়োজকেরা কেভিনকে জনসমক্ষে ক্ষমা চাইতে বলেন। কিন্তু কেভিন তাতে অস্বীকৃতি জানান। এর ফলে তাঁকে সঞ্চালকের পদ থেকে সরে দাঁড়াতে হয়। তবে এই পুরো প্রক্রিয়ায় নানা পক্ষের নানা ধরনের বিতর্কের শিকার হতে হয় অস্কারকে।

ইতিহাসে দ্বিতীয়বারের মতো সঞ্চালকবিহীন অস্কার

কেভিন হার্টের প্রস্থানের পর ৯১ তম অস্কার অনুষ্ঠান আর কোনো নতুন সঞ্চালক খুঁজে পায়নি। তাই আয়োজকেরা সিদ্ধান্ত নেন, এবার সঞ্চালক ছাড়াই আয়োজন করা হবে পুরস্কার অনুষ্ঠান। ১৯২৯ সালে অস্কার শুরু হওয়ার পর এবার দ্বিতীয়বারের মতো এমনটি ঘটতে যাচ্ছে। এর আগে ১৯৮৯ সালে সঞ্চালক ছাড়াই অস্কার অনুষ্ঠান হয়েছিল।

অস্কার আয়োজকদের বিরুদ্ধে হুমকির অভিযোগ

হলিউডের আরেকটি সম্মানজনক পুরস্কার অনুষ্ঠান হলো ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড’ (এসএজি অ্যাওয়ার্ড)। মাসখানেক এই পুরস্কারের আয়োজকেরা এক অভিযোগ তোলেন অস্কার আয়োজকদের বিরুদ্ধে। এমনকি জল এত দূর গড়ায় যে এসএজি কর্তৃপক্ষ লিখিত বিবৃতি প্রকাশ করে একাডেমির বিরুদ্ধে। তাদের অভিযোগ, একাডেমি কর্তৃপক্ষ তাদের প্রভাব খাটিয়ে তারকাদের হুমকি দিচ্ছে অন্য কোনো বড় পুরস্কার অনুষ্ঠানে না যাওয়ার জন্য। লিখিত বিবৃতিতে এসএজি কর্তৃপক্ষ বলে, ‘আমাদের সংগঠনের সদস্যদের প্রতিনিয়ত একাডেমি আমাদেরই অনুষ্ঠানে পুরস্কার প্রদান না করার নির্দেশ দিচ্ছে। এটা অগ্রহণযোগ্য এবং ন্যক্কারজনক। এই ইন্ডাস্ট্রির যেকোনো আয়োজনে যেকোনো শিল্পীর অংশগ্রহণের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত।’

বাতিল হওয়া ‘সেরা’ বিভাগ

টেলিভিশনে প্রচারের জন্য অস্কার অনুষ্ঠানের ব্যাপ্তি কমানোর উদ্যোগ নেয় একাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ। এর ফলে তারা সিদ্ধান্ত নেয়, সেরা রূপসজ্জা ও কেশসজ্জা, লাইভ অ্যাকশন শর্টফিল্ম, সম্পাদনা ও চিত্রগ্রহণ বিভাগগুলোর পুরস্কার বিজ্ঞাপন বিরতির ফাঁকে দিয়ে দেওয়া হবে। এর ফলে বিজয়ীদের
দেখা যাবে না টিভিপর্দায়। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন চলচ্চিত্রজগতের একাধিক নামকরা ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে গিয়েরমো দেল তোরো থেকে শুরু করে রাসেল ক্রো এবং এ বছর অস্কারদৌড়ে এগিয়ে থাকা নির্মাতা আলফোনসো কুয়ারনও ছিলেন। ৫০০ চলচ্চিত্র পরিচালক, শিল্পী এবং কুশলী স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপিও দেওয়া হয় একাডেমি কর্তৃপক্ষকে। পরে গিয়ে বিতর্কিত সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসে একাডেমি অ্যাওয়ার্ডস।
টাকা নিয়ে স্ট্যাটাস দিতে রাজি!
২০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৯
বিনোদন ডেস্ক:
            

বিবেক ওবেরয়, সানি লিওনি, সোনু সুদ

অর্থের বিনিময়ে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে রাজনৈতিক দলের প্রচারণামূলক পোস্ট বা স্ট্যাটাস দিতে চেয়েছেন বলিউডের বেশ কিছু তারকা। ভারতের লোকসভা নির্বাচনের আগে রীতিমতো ফাঁদ পেতে নেওয়া বেশ কয়েকজন তারকার এমন বক্তব্য ফাঁস করে দিয়েছে সেখানকার এক সংবাদমাধ্যম। সম্প্রতি টুইটারে পোস্ট করা সে রকম একটি ভিডিও হইচই ফেলে দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম কোবরা পোস্ট জানিয়েছে, অন্তত ৩৬ জন তারকা অর্থের বিনিময়ে তাঁদের সামাজিক মিডিয়ায় রাজনৈতিক দলের প্রচারণা চালাতে রাজি হয়েছিলেন। কেউ কেউ একটি পোস্টের জন্য দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত দাবি করেছেন। কেউ আবার ৮ মাসের জন্য ২০ কোটি রুপিও চেয়েছেন। তারকাদের এ তালিকায় জ্যাকি শ্রোফ, কৈলাশ খের, সোনু সুদ ও বিবেক ওবেরয়দের নাম উঠে এসেছে।

কোবরা পোস্টের প্রতিবেদকেরা গণসংযোগ প্রতিষ্ঠানের কর্মী সেজে তারকা ও তাঁদের ব্যক্তিগত ব্যবস্থাপকদের কাছে এ প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। সামাজিক মিডিয়ায় পোস্ট দেওয়ার জন্য কোনো কোনো তারকা চুক্তি সই করতেও রাজি ছিলেন। এক সংবাদ সম্মেলনে কোবরা পোস্টের প্রধান সম্পাদক অনিরুদ্ধ বেহেল জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি), আম আদমি পার্টি (এএপি) এবং ক্ষেত্রবিশেষে কংগ্রেসের পক্ষে পোস্ট দেওয়ার জন্য কেউ কেউ স্থায়ী ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে চেয়েছেন, কেউ আবার নগদ অর্থ দাবি করেছেন।

তারকাদের এ তালিকায় আরও আছেন গণেশ আচার্য, শক্তি কাপুর, সানি লিওনি, রাখি সাওয়ান্ত, অভিজিৎ ভট্টাচার্য, টিসকা চোপড়া, শ্রেয়াল তালপাড়ে, আমিশা প্যাটেল, মহিমা চৌধুরী, পুনিত ইশর, পঙ্কজ ধীর, ইভলিন শর্মা, কোয়েনা মিত্র, মিনিশা লাম্বা, পুনম পান্ডে, মিকা সিং, বাবা সেহগাল, রাজু শ্রীবাস্তব, রাজপাল যাদব, কৃষ্ণ অভিষেক, উপাসনা সিং, সুনীল পাল, দীপশিখা নাগপাল, রোহিত রায়, আমান বর্মা, হিতেন তেজওয়ানি ও গৌরী প্রধান।

ঘটনা প্রসঙ্গে টিভি অভিনেতা হিতেন তেজওয়ানি বলেছেন, ‘আমরা কারও কাছ থেকে কোনো টাকা নিইনি। তাঁরাই বরং আমাদের টাকা দিতে চেয়েছেন এবং একটা ফাঁদ পাতার চেষ্টা করেছিলেন। তা ছাড়া যে ভিডিওটি তাঁরা প্রকাশ করেছেন, সেটি আংশিক।’ অন্যদিকে এক বিবৃতিতে সোনু সুদ জানিয়েছেন, ওই ভিডিওতে ভুলভাবে তাঁদের বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এটা উদ্দেশ্যমূলক।

অন্যদিকে বেশ কয়েকজন তারকা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাঁদের মধ্যে আছেন বিদ্যা বালান, আরশাদ ওয়ারসি, সৌম্য ট্যান্ডন ও রেজা মুরাদ। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

শামীমাকে নিয়ে বাংলাদেশের বক্তব্যে ধাক্কা খেল যুক্তরাজ্য

শামীমাকে নিয়ে বাংলাদেশের বক্তব্যে ধাক্কা খেল যুক্তরাজ্য

২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৯
 অনলাইন ডেস্ক:          

আইএসে যোগ দিতে সিরিয়ায় যাওয়া শামীমা বেগম। ছবি: সংগৃহীত




  সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া শামীমা বেগম বাংলাদেশেরও নাগরিক—এমন যুক্তিতে তাঁর ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করে দিয়েছে যুক্তরাজ্য। প্রতিক্রিয়ায় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, শামীমা বাংলাদেশের নাগরিক নন। তাঁর বাংলাদেশে ফেরার কোনো প্রশ্নই উঠতে পারে না।

বাংলাদেশের এই বক্তব্য শামীমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে আলোচনা না করে ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ ছাড়াই তড়িঘড়ি করে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শামীমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে সমালোচনা চলছে। শামীমা ও তাঁর নবজাতক শিশুর নাগরিকত্ব নিয়ে যুক্তরাজ্যে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশের প্রতিক্রিয়া।

গতকাল বুধবার যুক্তরাজ্যের ইংরেজি দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, শামীমাকে ভুলভাবে বাংলাদেশের দ্বৈত নাগরিক হিসেবে চিহ্নিত করায় বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। গণমাধ্যমের খবর থেকে শামীমার নাগরিকত্ব বাতিলের উদ্দেশ্য সম্পর্কে বাংলাদেশ জানতে পারে বলে তিনি জানান।

শাহরিয়ার আলম বলেন, শামীমা বাংলাদেশের নাগরিক নন। তিনি জন্মগতভাবে যুক্তরাজ্যের নাগরিক। তিনি কখনো বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদনও করেননি। ফলে, বাংলাদেশে তাঁকে ফিরতে দেওয়ার প্রসঙ্গও উঠতে পারে না।
পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির ছাত্রী শামীমা বেগম ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে আরও দুই বান্ধবীসহ সিরিয়ায় পাড়ি দেন। তখন তাঁর বয়স ছিল ১৫ বছর। সেখানে আইএসে যোগ দিয়ে তিনি ডেনমার্কের বংশোদ্ভূত এক ধর্মান্তরিত ‘জিহাদি’কে বিয়ে করেন। দীর্ঘ চার বছর পর গত সপ্তাহে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-হওর শরণার্থীশিবিরে শামীমার দেখা পান এক ব্রিটিশ সাংবাদিক। সাক্ষাৎকারে শামীমা যুক্তরাজ্যে ফিরে আসার আকুতি জানান। বর্তমানে ১৯ বছর বয়সী শামীমা গত রোববার এক পুত্রসন্তানের জন্ম দেন। এর আগে তাঁর আরও দুই সন্তান ছিল। তারা অপুষ্টি ও অসুস্থ হয়ে মারা গেছে বলে জানান শামীমা। নবজাতককে বাঁচিয়ে রাখতে তিনি যুক্তরাজ্যে ফিরে আসার আকুতি জানান।

যুক্তরাজ্যের অভিবাসন বিভাগ (হোম অফিস) গত মঙ্গলবার শামীমার মায়ের কাছে লেখা এক চিঠিতে জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ শামীমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। শামীমার সঙ্গে যোগাযোগ হয়ে থাকলে এই সিদ্ধান্তের বিষয়টি যেন তাঁকে জানিয়ে দেওয়া হয়।

গতকাল বুধবার আইটিভির এক সাংবাদিক নাগরিকত্ব বাতিলের ওই চিঠির একটি অনুলিপি শরণার্থীশিবিরে অবস্থানরত শামীমার হাতে দিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চান। শামীমা বলেন, এই সিদ্ধান্তে তিনি কিছুটা হতবাক। তিনি ও তাঁর সন্তানের প্রতি এটা অন্যায় বলে মন্তব্য করেন শামীমা। তাঁর স্বামী ডেনমার্কের নাগরিক। সেই সূত্রে তিনি ডেনমার্কের নাগরিকত্বের জন্য আবেদনের চেষ্টা করবেন বলেও জানান।

পরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শামীমা বলেন, তাঁর কেবল যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে। সেই নাগরিকত্ব কেড়ে নেওয়ার আগে তাঁর সঙ্গে আলোচনাও করা হয়নি। এখন তাঁর আর কিছুই থাকল না। শামীমা বলেন, তিনি বাংলাদেশে কখনো যাননি। তাঁর বাংলাদেশের নাগরিকত্ব নেই।

নাগরিকত্ব বাতিলের চিঠিতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শামীমার মা বাংলাদেশের নাগরিক। তাই বাংলাদেশের আইনানুযায়ী শামীমাও বাংলাদেশের নাগরিক অথবা বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
শামীমার পারিবারিক আইনজীবী তাসনিম আকুঞ্জি নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সংসদে জানান, প্রায় ৯০০ ব্রিটিশ নাগরিক সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেয়। এদের অন্তত ২০ শতাংশ সেখানে নিহত হয়েছে। ৪০ শতাংশ যুক্তরাজ্যে ফেরত এসেছে। আইএসে যোগ দেওয়া প্রায় ১০০ ব্যক্তির ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হয়েছে।

শামীমার নাম উল্লেখ না করেই সাজিদ জাভিদ বলেন, মায়ের নাগরিকত্ব বাতিল হলেও সন্তানের ব্রিটিশ নাগরিকত্বের অধিকার ক্ষুণ্ন হবে না।

শামীমার নাগরিকত্ব বাতিলের বৈধতা ও তাঁর যুক্তরাজ্যে ফেরার অধিকার নিয়ে দেশটিতে এক অভিনব আইনি বিতর্কের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক আইনানুযায়ী নাগরিকত্ব বাতিল করে কোনো ব্যক্তিকে রাষ্ট্রহীন করা যায় না।
যুক্তরাজ্যে জন্ম ও বেড়ে ওঠা এবং সিরিয়ায় জঙ্গিবাদে জড়ানো কোনো ব্যক্তিকে বাংলাদেশ কেন গ্রহণ করবে, সে প্রশ্নও উঠেছে। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই শামীমাকে বাংলাদেশের নাগরিক বলে চালিয়ে দেওয়ার যৌক্তিকতা নিয়েও হচ্ছে আলোচনা। যুক্তরাজ্যে ফিরিয়ে এনে শামীমাকে বিচারের মুখোমুখি করানোটাই যৌক্তিক বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

এ যেন মৃত্যুপুরী!

এ যেন মৃত্যুপুরী!

২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২১
অনলাইন ডেস্ক: 
চকবাজারের চুড়িহাট্টার মসজিদ গলিতে পাশাপাশি দুটি খাবার হোটেল। হোটেলের পাশে ওষুধের দোকান। এর সামনে রাসায়নিক দ্রব্যের গোডাউন। দোকানের সংখ্যা আনুমানিক ২৫টি। এর পাশে ডেকোরেটরের দোকান। বুধবার, রাত ১০টা ৩০ মিনিট। হঠাৎ বিকট আওয়াজ, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাঁচটি ভবনে। এরপর আগুনে পুড়ে অঙ্গার রাস্তায় থাকা মোটরসাইকেল, পিকআপ, রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি। রাত ৩টার পর ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার শুরু। লাশ মেলে রাস্তায়, দোকানে দোকানে। ধ্বংসস্তূপের সব জায়গায় বডি স্প্রের কৌটা আর রাসায়নিক উপাদান।



রাত তখন সাড়ে ৩টা। আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা।
    
সকাল ৬টার দিকেও আগুনের লেলিহান দেখা যায়।            

       
আগুনে পুড়ে গেছে ঠেলাগাড়িপুড়েছে প্রাইভেট কাররাত ৩টার পর লাশ উদ্ধার শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।                     

ধ্বংসস্তূপ থেকে লাশ নিয়ে যাওয়া শুরু হয় তখন থেকেই।

         
পুড়ে যাওয়া রিকশা
       
 রাসায়নিক দোকানের সামনে পিকআপ পুড়ে গেছে।
           
পুড়ে যাওয়া ঠেলাগাড়ির নিচে পড়ে আছে রাসায়নিক সদৃশ উপাদান

   
 রিকশার পাশে পুড়ে যাওয়া স্যান্ডেল।


ধ্বংসস্তূপে বডি স্প্রের কৌটা পড়ে থাকতে দেখা যায়।



এই ডেকোরেটর অফিস থেকে সকালে কয়েকজনের লাশ উদ্ধার করা হয়।

 ওয়াহেদ ভবনে রাসায়নিক দোকানে পুড়ে গেছে রাসায়নিক সদৃশ উপাদান।

পাকিস্তানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করতে চায় ভারত!

পাকিস্তানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করতে চায় ভারত!

  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৪
অনলাইন ডেস্ক: 
        
ভারত-পাকিস্তান ম্যাচের কথা ভুলে যান, ভারতের দাবি মানলে পাকিস্তানই থাকবে না বিশ্বকাপে। ফাইল ছবি

ভারত-পাকিস্তান ম্যাচের কথা ভুলে যান, ভারতের দাবি মানলে পাকিস্তানই থাকবে না বিশ্বকাপে। ফাইল ছবি
ভারত-পাকিস্তান ম্যাচের কথা ভুলে যান, ভারতের দাবি মানলে পাকিস্তানই থাকবে না বিশ্বকাপে। ফাইল ছবি
পাকিস্তানকে ২০১৯ বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ভারত। না হলে উল্টো ভারত-ই বিশ্বকাপ বয়কট করতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের কাছে একটি খসড়া চিঠি লিখেছে বিসিসিআইয়ে ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক নিযুক্ত প্রশাসক কমিটি (সিওএ)। কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) নাকি সেই চিঠিতেই জানাচ্ছে এমন বিস্ময়কর দাবি।

সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতের ৪০ জন নিহত হওয়ার পর ভারতজুড়ে পাকিস্তানবিরোধী ক্ষোভ চলছে। রাজনীতি, অর্থনীতি, বিনোদন ও সংস্কৃতিজগৎ—সব জায়গায় চলছে পাকিস্তান-বয়কট। এর মধ্যে দাবি উঠেছে, বিশ্বকাপে ভারত যেন পাকিস্তানের বিপক্ষে না খেলে। তা ছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, সরকার যদি নির্দেশ দেয়, বোর্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করতে রাজি। এবার সিওএ সভাপতি বিনোদ রাইয়ের নির্দেশে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিসিসিআই প্রধান নির্বাহী রাহুল জোহরি আইসিসির কাছে খসড়া চিঠি লিখেছেন জোহরি।

বিসিসিআইয়ের এক সূত্র মারফত সেই খসড়া চিঠির বিষয়বস্তু জেনেছে ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’। সেই সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, ‘সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে বোর্ড (বিসিসিআই) মনে করছে পাকিস্তানকে (বিশ্বকাপে) অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করা উচিত আইসিসির।’ চিঠিটি আইসিসির কাছে পাঠানো হবে কি না এবং তা কখন পাঠানো উচিত সে ব্যাপারে আজ সিদ্ধান্ত নেবে বিসিসিআই। তবে আইসিসি এর আগে জানিয়েছে, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোনো মন্তব্য আসেনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে সূত্র আরও জানিয়েছে, সিওএ সদস্য এবং ভারতের নারী দলের সাবেক অধিনায়ক ডায়না এডুলজি আইসিসিকে এই চিঠি পাঠানোর বিপক্ষে। আর তাই চিঠি পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া নিয়ে বৈঠকে বসবে বিসিসিআইয়ের এই প্রশাসক কমিটি। তা ছাড়া একই সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘বিসিসিআই এমন কিছু করতে পারবে না। বৈশ্বিক কোনো টুর্নামেন্ট থেকে একটি দেশকে নিষিদ্ধ করতে আয়োজক কর্তৃপক্ষকে বলার ব্যাপারটি করার চেয়ে সহজ। তাদের বোকার মতো কিছু করে বসা উচিত নয়।’

Monday, February 18, 2019

কোরআনের সৌন্দর্য আমাকে বিমুগ্ধ করছে: ইসলাম গ্রহণকারী জাপানি নারী


কোরআনের সৌন্দর্য আমাকে বিমুগ্ধ করছে: ইসলাম গ্রহণকারী জাপানি নারী

 ১৩:১১, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯
অনলাইন ডেস্ক:
           
একসময় সৃষ্টিকর্তার প্রতি তেমন কোন বিশ্বাস ছিল না নাকাতার। ছবি: সংগৃহীত।

‘আধ্যাত্মিক পরিবেশের আকর্ষণ আমাকে টেনে নিল মসজিদের ভেতরে।আমি ধীরে ধীরে পা ফেলছিলাম। আমার কানে ভেসে আসছিল এক বিশেষ আহ্বান বা সুসংবাদ। তাতে বলা হল যে তুমি শিগগিরই সত্যকে খুঁজে পাবে।' এ কথাগুলো বলেছেন ইসলাম গ্রহণকারী এক জাপানি নারী।

ইসলাম গ্রহণকারী ওই জাপানি নারীর নাম কাওয়ারায়ি নাকাতা। একসময় সৃষ্টিকর্তার প্রতি তেমন কোন বিশ্বাস ছিল না নাকাতার। কিন্তু শেষমেশ গ্রহণ করলেন ইসলাম।

তিনি এ প্রসঙ্গে বলেছেন, আমার জীবনের সব কিছুই চলছিল ভালভাবে। আমি সৌভাগ্য অনুভব করতাম। কখনও আল্লাহর অস্তিত্বের প্রয়োজনীয়তা অনুভব করিনি। কিন্তু হঠাৎ আবিস্কার করি যে, আমার জীবন পুনরাবৃত্তিতে একঘেয়ে হয়ে আছে ও জীবনের কোনো অর্থ নেই। তখন থেকেই সত্যকে খুঁজতে থাকি।

নওমুসলিম মিসেস নাকাতা আরো বলেছেন, 'আমি বসবাস করতাম কিয়েটো নামক ঐতিহাসিক শহরে।এই শহরে রয়েছে নানা ধরনের উপাসনালয়। আমাদের বাসভবনের কাছেই ছিল একটি ইবাদতকেন্দ্র। আমি প্রতিদিন সকালে সেখানে যেতাম ও প্রার্থনা করতাম। তিন মাস ধরে প্রতিদিন এই প্রার্থনা অব্যাহত রেখেছিলাম। সত্যের সন্ধানেই এই প্রার্থনা চালিয়ে যাচ্ছিলাম। দোয়ায় মনোযোগ নিবিষ্ট বা কেন্দ্রীভুত করা ছিল বেশ কঠিন।তবে তা ছিল খুবই আনন্দদায়ক। কিন্তু কিছুদিন পরই অনুভব করলাম যে আমার ভেতরের জগত ও বাইরের বাস্তবতার মধ্যে রয়েছে ব্যাপক ব্যবধান। তাই আমি হতাশ হয়ে পড়ছিলাম।

এর কিছুকাল পর নাকাতা জীবনের গতিপথ পরিবর্তনের সিদ্ধান্ত নেন। পড়াশোনা অব্যাহত রাখার জন্য তিনি ফ্রান্সে যান।
নাকাতা জানান, ফ্রান্সে পরিচিত হই এক মুসলমানের সঙ্গে। তিনি নিজের ধর্ম ইসলামকে গভীরভাবে ভালোবাসতেন ও সমস্ত শক্তি আর আত্মবিশ্বাস নিয়ে এ ধর্মের পক্ষে কথা বলতেন। তার ওই দৃঢ়তা ও আত্মবিশ্বাস দেখে আমার নিজের জন্য অনুশোচনা হত।কারণ, আমি দীর্ঘ বহু বছর ধরে আত্মিক প্রশান্তি খুঁজে বেড়াচ্ছিলাম। আর এ জন্য অনেক গবেষণা ও পড়াশুনার পর যখন হতাশায় ডুবে ছিলাম তখন দেখলাম যে এই মুসলমান ইসলামকে ভালবাসতেন গভীরভাবে ও এর ছায়াতলে মানসিক প্রশান্তি অনুভব করছেন। তাই আমি ইসলাম ধর্ম সম্পর্কে গবেষণার সিদ্ধান্ত নিলাম যাতে এ ধর্মের অনুসারীদের এত গভীর আত্মিক প্রশান্তির উৎস সম্পর্কে জানতে সক্ষম হই। সে সময় পর্যন্ত অনেক ধর্ম আমাকে আকৃষ্ট করলেও ইসলামের প্রতি একবারও আকৃষ্ট হইনি।

মিসেস নাকাতা ফরাসি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের একটি কপি সংগ্রহ করেন ও তা পড়তে থাকেন। এ মহাগ্রন্থ পড়ার সময় তিনি মসজিদে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর একসময় ইসলাম গ্রহণ করেন নাকাতা। তথ্যসূত্র: পার্স টুডে।

৬ দফা দাবিতে ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও


৬ দফা দাবিতে ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও

 ১৩:৫৪, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯
 অনলাইন ডেস্ক:
         
উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, ভোটকেন্দ্র হলের বাইরে নিয়ে আসাসহ ৬ দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে বাম সংগঠনগুলো।

আজ সোমবার সকালে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। বাম সংগঠনগুলোর দু’টি মোর্চা, প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্য এ কর্মসূচি পালন করছে।
তাদের এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলসহ পাহাড়ি সংগঠনগুলো। আগামী ১১ মার্চ বহুল প্রতিক্ষীত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রস্তুতি নিতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন। এদিকে, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছে ছাত্রদল।

পাকিস্তানকে ২ হাজার কোটি ডলার দিচ্ছেন সৌদি যুবরাজ

পাকিস্তানকে ২ হাজার কোটি ডলার দিচ্ছেন সৌদি যুবরাজ

 ১৩:৫৪, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯
 অনলাইন ডেস্ক:
                       

           ছবি: সংগৃহীত।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই দিনের পাকিস্তান সফরের প্রথম দিনে দুই হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করেছেন। গতকাল রবিবার রাতে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাটিতে পৌঁছান সালমান।
পাকিস্তান সফরের আগে দুই দেশের মধ্যে ১ হাজার কোটি ডলারের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানে যাওয়ার পর সিদ্ধান্ত বদলান যুবরাজ।

পাকিস্তানের মাটিতে পা রাখতেই তাঁকে স্বাগত জানান প্রধামন্ত্রী ইমরান খান। বিনিয়োগের প্রস্তাব দেওয়ায় সৌদির প্রশংসা করেছেন ইমরান। তিনি বলেন, পাকিস্তান এবং সৌদি আরব নিজেদের সম্পর্ককে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আগে কখনও পৌঁছন যায়নি।

বর্তমানে ব্যাপক অর্থ সংকটে ভুগছে পাকিস্তান। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন দেশে ধর্না দিয়েছেন।

সৌদির সঙ্গে এই চুক্তির আওতায় পাকিস্তানের বন্দর নগরী গোয়াদাং একটি তেল শোধানাগার তৈরি হবে। যেখানে ৮০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে বলে বিবিসির খবরে বলা হয়েছে। এছাড়াও কয়েকটি জ্বালানি, পেট্রো কেমিক্যাল ও খনি খাতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সৌদি যুবরাজ সালমান বলেন, এটি দুই দেশের জন্য বড় অধ্যায়। এবং নিশ্চিতভাবে প্রতি মাস এবং প্রতি বছর বৃদ্ধি পাবে এবং এতে উভয় দেশ লাভবান হবে।
                      
নিজে গাড়ি চালিয়ে সৌদি যুবরাজকে বাসভবনে নিয়ে যান ইমরান খান। ছবি: সংগৃহীত।

সালমানের দুই দিনের সফর ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইসলামাবাদের মূল সড়কগুলোতে যান চলাচল সীমিত করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে হাজারখানেক পুলিশ চৌকি।
এছাড়া নিষিদ্ধ করা হয়েছে শহরের ওপর দিয়ে বিমান চলাচল।এছাড়া শহরটির বড় অংশ জুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ফোনের নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা। সৌদি যুবরাজ সফর উপলক্ষে সোমবার ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।

পাকিস্তান সফর শেষে ভারতে যাবেন সালমান। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও শনিবার কোনও কারণ না দেখিয়েই তা বাতিল করা হয়। ভারত থেকে মোহাম্মদ বিন সালমান দুই দিনের চীন সফর শেষে দেশে ফিরবেন। তথ্যসূত্র: বিবিসি, এনডিটিভি।


Sunday, January 13, 2019

Common Skin Diseases and Conditions Explained


Common Skin Diseases and Conditions Explained 

   
image

What are the foremost common skin diseases and conditions, however are you able to acknowledge them, and the way are they treated?
Signs of skin diseases, like a bump, a rash or a dry patch, are often unclear. In fact, in some cases, they'll be downright anxiety-inducing.
While a number of these signs and symptoms are utterly harmless (but however annoying), others are often warning signs of a lot of serious medical issues. This round-up of skin conditions and symptoms is also ready to facilitate your rewrite your rash.
That said, though this list of signs is also helpful, it is not a substitute for a doctor's recommendation. If you are actually involved that a disease is serious or abnormal, do not hesitate to induce facilitate. And if you are seeing a medico however are not happy with however your condition is responding, speak up.https://www.highcpmrevenuegate.com/aqjmuaj0e8?key=871ed7e7e85fea86289fe847971f1a5c As simply noted, some skin conditions are often a warning call of kinds, and even minor skin diseases might lead to permanent scarring if not attended to promptly.


  • Exploring disease of the skin full

stockphoto.com/Stock Photo/VladimirFloyd
Acne is that the most typical skin condition within the us, poignant up to eighty % of individuals in their teens and 20s.https://www.highcpmrevenuegate.com/aqjmuaj0e8?key=871ed7e7e85fea86289fe847971f1a5c Contrary to fashionable belief, disease of the skin does not essentially flee once pubescence is over.
A reported  5 % of older adults are plagued by disease of the skin still. Moreover, secretion changes caused by gestation and alternative conditions will cause disease of the skin to flare up. Adult disease of the skin are often tougher to treat, and it is a smart plan to work out a specialist if you haven't outgrown this young  nuisance.
Unfortunately  many aged wives' tales persist regarding disease of the skin, like that intake chocolate can create one doubtless to develop the condition.https://www.highcpmrevenuegate.com/aqjmuaj0e8?key=871ed7e7e85fea86289fe847971f1a5c Get the facts on what causes disease of the skin and also the completely different treatment choices accessible.
Learn a lot of regarding the treatment choices accessible for disease of the skin, and the way these choices ought to be custom for your specific symptoms.


image



  • A Review of dermatitis

Atopic dermatitis is that the most typical kind of disease of the skin and is taken into account a sort of allergic (atopic) reaction. Up fifteen|to fifteen} % individuals|of individuals} expertise a point of dermatitis in childhood (most folks develop symptoms before the age of five) and affects around 15 million people within the us.
We are not sure precisely however dermatitis happens, however we tend to do grasp that it runs in families within which allergies like allergic rhinitis (allergic rhinitis), asthma, and dermatitis occur.
The diagnosing of dermatitis is formed by observing variety of major and minor options related to the unwellness.
Treatment is sometimes accomplished with a mix of many measures as well as smart disease of the skin skin care, and either or each topical and oral disease of the skin medications.


  • Bacterial Infections of the Skin 


Bacterial skin infections are common and might vary from very gentle to grave in seriousness. regarding one out of each 5 folks seen by a specialist incorporates a microorganism skin infection. it's necessary to possess Associate in Nursing awareness of those infections as we frequently think about our skin as Associate in Nursing impenetrable barrier.https://www.highcpmrevenuegate.com/aqjmuaj0e8?key=871ed7e7e85fea86289fe847971f1a5c smart handwashing technique and prompt medical attention are necessary in treating these infections.
Most skin infections are caused by one among 2 bacteria: staphylococci aureus or a sort of streptococci.
Even though most of those are caused by solely 2 kinds of bacterium, these bacterium will cause a good vary of infections.
Impetigo could be a common microorganism infection that happens most frequently in young youngsters and is incredibly contagious. At first, the spots might jibe those of pox with pus-filled sores.

Folliculitis is Associate in Nursing infection that begins within the hair follicles. Associate in Nursing infection which can occur when defrayment time in an exceedingly bath, bath inflammation, is commonly caused by a special bacterium referred to as genus Pseudomonas aeruginosa.
Boils of the skin are medically referred to as either furuncles or carbuncles, reckoning on the scale.https://www.highcpmrevenuegate.com/aqjmuaj0e8?key=871ed7e7e85fea86289fe847971f1a5c These infections begin in an exceedingly follicle, and if they are doing not drain on their own, might need a medico to perform and that i and D (incision and drainage) within the workplace.
Cellulitis is Associate in Nursing infection occurring within the deep layers of the skin. once in depth or once it happens in those who have compromised immune systems, it are often terribly serious.
Erysipelas conjointly referred to as "St. Anthony's fire" is Associate in Nursing infection of the superficial layer of the skin which may be terribly painful.


             
image



  • What Is Dermatitis? 


Your doctor might have aforesaid you've got "dermatitis" however what precisely will that mean?
In being, most completely different skin conditions may be referred to as eczema. eczema merely means that "inflammation of the skin." however the term tends to be used for a lot of specific conditions.

Some a lot of common kinds of eczema include:

 �� {contact eczema|dermatitis} - this sort of dermatitis has been older by nearly everybody, and refers to redness or a rash on the skin in response to contact with specific substances.https://www.highcpmrevenuegate.com/aqjmuaj0e8?key=871ed7e7e85fea86289fe847971f1a5c There are nearly 3000 substances that are found to cause pain in the neck dermatitis, starting from sturdy acids or bases to the lotions that are used for eczema.
 �� seborrheic eczema refers to the status and scaly skin that we tend to decision dermatitis in babies.
 �� diaper rash is usually referred to as dermatitis.
 �� Stasis eczema is that the purpleness rash typically seen on the lower legs of these World Health Organization have severe unhealthy veins and swelling of their ankles.


  • Herpes in short 

                   
image



There are 2 kinds of herpes simplex viruses: herpes simplex virus one (HSV-1) and herpes simplex virus a pair of (HSV-2).
HSV-  sometimes causes cold sores and herpes simplex reproductive organ sores, however there's some overlap. Most of the time HS1 and cold sores are largely a nuisance, however in people who have a poor immune perform, a generalized infection might develop that is incredibly serious.
Another animal virus which will result in skin issues is pox. those who had pox as youngsters are in danger of later developing shingles. The rash of shingles is sometimes gift in one "dermatome" or region of the body equipped by a nerve.https://www.highcpmrevenuegate.com/aqjmuaj0e8?key=871ed7e7e85fea86289fe847971f1a5c For this reason, it's typically situated on just one facet of the body however might occur nearly all over.
Shingles typically cause pain before a rash seems, and also the pain are often quite intense.https://www.highcpmrevenuegate.com/aqjmuaj0e8?key=871ed7e7e85fea86289fe847971f1a5c Thankfully, prompt treatment with antivirals at the onset of the rash will scale back the number of pain.

Hair Loss!!!

Hair Loss!!!

Overview

Hair loss will have an effect on simply your scalp or your entire body. It are often the results of heredity, secretion changes, medical conditions or medications. Anyone will expertise hair loss, however it's a lot of common in men.

Baldness sometimes refers to excessive hair loss from your scalp. Hereditary hair loss with age is that the most typical reason for depilation. Some folks choose to let their hair loss run its course untreated and unhidden. Others might cowl it up with hairstyles, makeup, hats or scarves. And still others select one in all the treatments obtainable to forestall additional hair loss and to revive growth.
Before following hair loss treatment, speak along with your doctor regarding the reason for your hair loss and treatment choices.

             
image


                       

Symptoms

Hair loss will seem in many various ways that, reckoning on what is inflicting it. It will return on suddenly or bit by bit and have an effect on simply your scalp or your whole body. Some varieties of hair loss are temporary, et al. are permanent.

Signs and symptoms of hair loss might include:

• Gradual dilution on prime of head. this is often the foremost common variety of hair loss, touching each men and ladies as they age. In men, hair usually begins to recede from the forehead during a line that resembles the letter M. ladies sometimes retain the hairline on the forehead however have a broadening of the half in their hair.
• Circular or uneven bald spots. Some folks expertise sleek, coin-sized bald spots. this kind of hair loss typically affects simply the scalp, however it typically conjointly happens in beards or eyebrows. In some cases, your skin might become unquiet or painful before the hair falls out.
• explosive loosening of hair. A physical or emotional shock will cause hair to loosen. Handfuls of hair might pop out once comb or laundry your hair or perhaps once mild tugging. this kind of hair loss typically causes overall hair dilution and not bald patches.
• Full-body hair loss. Some conditions and medical treatments, like therapy for cancer, may result within the loss of hair everywhere your body. The hair typically grows back.
• Patches of scaling that adjoin the scalp. this is often an indication of tinea. it's going to be in the midst of broken hair, redness, swelling and, at times, oozing.

When to determine a doctor

See your doctor if your kid otherwise you are distressed by hair loss and need to pursue treatment. conjointly seek advice from your doctor if you notice explosive or uneven hair loss or over usual hair loss once comb or laundry your or your child's hair. explosive hair loss will signal Associate in Nursing underlying medical condition that needs treatment.

Causes

People sometimes lose regarding a hundred hairs every day. This typically does not cause noticeable dilution of scalp hair as a result of new hair is growing in at the identical time. Hair loss happens once this cycle of hair growth and shedding is discontinuous or once the follicle is destroyed and replaced with connective tissue.

Hair loss is usually associated with one or a lot of of the subsequent factors:


                       
image


• case history (heredity). the foremost common reason for hair loss may be a genetic disease known as male-pattern depilation or female-pattern depilation. it always happens bit by bit with aging and in certain patterns — a receding hairline and bald spots in men and dilution hair in ladies.
• secretion changes and medical conditions. a spread of conditions will cause permanent or temporary hair loss, as well as secretion changes thanks to physiological state, childbirth, change of life and thyroid issues. Medical conditions embrace alopecia (al-o-PEE-she-uh ar-e-A-tuh), that causes uneven hair loss, scalp infections like tinea and a hair-pulling disorder known as mania (trik-o-til-o-MAY-nee-uh).

• Medications and supplements. Hair loss are often a facet impact of sure medicine, like those used for cancer, arthritis, depression, heart issues, gouty arthritis and high force per unit area.
• actinotherapy to the top. The hair might not grow back the identical because it was before.
• a awfully trying event. many folks expertise a general dilution of hair many months once a physical or emotional shock. this kind of hair loss is temporary.
• sure hairstyles and coverings. Excessive hairstyling or hairstyles that pull your hair tight, like pigtails or cornrows, will cause a sort of hair loss known as traction baldness. Hot oil hair treatments and permanents will cause inflammation of hair follicles that ends up in hair loss. If scarring happens, hair loss may well be permanent.

Risk factors
A number of things will increase your risk of hair loss, including:

• case history of hairless, in either of your parent's families
• Age
• vital weight loss
• sure medical conditions, like polygenic disease and lupus
• Stress

Prevention

Most depilation is caused by genetic science (male-pattern depilation and female-pattern baldness). this kind of hair loss isn't preventable.

These tips might facilitate your avoid preventable varieties of hair loss:

           
image


• Avoid tight hairstyles, like braids, buns or ponytails.
• Avoid obsessionally twisting, rubbing or actuation your hair.
• Treat your hair gently once laundry and brushing. A wide-toothed comb might facilitate stop withdrawal method hair.
• Avoid harsh treatments like hot rollers, curling irons, hot oil treatments and permanents.
• Avoid medications and supplements that would cause hair loss.
• defend your hair from daylight and different sources of ultraviolet illumination.
• Stop smoking. Some studies show Associate in Nursing association between smoking and depilation in men.
• If you're being treated with therapy, raise your doctor a few cooling cap. this cover will scale back your risk of losing hair throughout therapy.
Adver

What Is Hair Loss?


What Is Hair Loss?


image
Hair Loss !

Hair grows everyplace on the human skin except on the palms of our hands and also the soles of our feet, however several hairs are thus fine they are nearly invisible. Hair is formed from a macromolecule known as albuminoid that's made in hair follicles within the outer layer of skin. As follicles turn out new hair cells, previous cells are being pushed out through the surface of the skin at the speed of concerning six inches a year. The hair you'll be able to see is truly a string of dead albuminoid cells.https://www.highcpmrevenuegate.com/aqjmuaj0e8?key=871ed7e7e85fea86289fe847971f1a5c the common adult head has concerning one hundred,000 to 150,000 hairs and loses up to one hundred of them a day; finding some stray hairs on your brush isn't essentially cause for alarm.

At anybody time, concerning ninetieth of the hair on somebody's scalp is growing. every cyst has its own life cycle which will be influenced by age, disease, and a large kind of alternative factors. This life cycle is split into 3 phases:
Powered by Blogger.